আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে কিছু ঈদ মোবারক এর জনপ্রিয় এসএমএস নিয়ে আসলাম। ঈদ যেরকম আমাদের জীবনে খুশি বয়ে আনে সেরকম অন্য একটি আনন্দের বিষয় হল ঈদের আগের দিন রাত্রে প্রিয়জনের কাছ থেকে ঈদ মোবারক এসএমএস পাওয়া। আশা করি আজকের এই এসএমএস গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি ১দিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
“ঈদ মোবারক”
শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর। ঈদ মোবারক
যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক
ফুল সুভাষ দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এস এম এস তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
"ঈদ মোবারক"
নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে "ঈদ মোবারক"
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায়
"ঈদ মোবারাক"
হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
"ঈদ মুবারক"
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে
আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের
পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও
কোরমার সাথে দিব 7আপ খেতে। ঈদের দিন করবো
মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক!
শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
"ঈদ মোবারক"
ঈদ মানে আঁকাশে
নতুন চাঁদ, ঈদ মানে
নতুন চাওয়া পাওয়ার
স্বাদ, ঈদ মানে মেহেদী
রাঙা হাত, ঈদ মানে
আমার বাড়ীতে
তোমার দাওয়াত,
ঈদ মোবারক
লাল শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে.. ঘুরবে যখন
রিক্সায়,, পাশে কিন্তু নিও আমায়..!!
ঈদ মোবারক
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_____ঈদ মোবারক____
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
" ঈদ মোবারক"
বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
"ঈদ মোবারক"
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে,
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
"ঈদ মোবারক"
কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
"ঈদ মোবারক"
শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart...... ঈদ মোবারক
আমাদের পোষ্টগুলা থেকে আপনারা কিছু শিখতে পারলে অবশ্যই পোস্টগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরো এরকম বিভিন্ন প্রশ্নত্তর, অংকের শর্টকাট , বিভিন্ন রকম এসএমএস, কবিতা, রচনা, ইত্যাদি বিষয় সম্পর্কে পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।