বিজ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তর || ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর পর্ব 1

ই পোস্টে আমরা আপনাদের মাঝে বিজ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তর শেয়ার করলাম যে প্রশ্নগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবারই পরীক্

আসলামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 
 কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পোস্টে আমরা আপনাদের মাঝে বিজ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তর শেয়ার করলাম যে প্রশ্নগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবারই পরীক্ষায় আসতে পারে। এবং এর উপর পদে যারা আছে তাদেরও প্রয়োজন হবে এই প্রশ্নগুলো। বিজ্ঞান এমন একটি বিষয় যা সম্পর্কে আমাদের সবারই কম বেশি হলেও একটু জ্ঞান অর্জন করা দরকার কারণ বিজ্ঞানের সাথে আমাদের জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। বিজ্ঞান নিয়ে আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আপনাদের মাঝে পার্ট টু পার্ট শেয়ার করব। আশা করি আজকের প্রশ্ন উত্তর গুলো আপনাদের কাছে ভালো লাগবে,,,,,,





১.সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?

উত্তর: ফার্ণ


২.বংশ গতির ধারক ও বাহক কি?

উত্তর: ক্রোমোজোম


৩.ক্লোন কিভাবে করা হয়?

উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়


৪.RNA এর নাইট্রোজেন বেস কতটি?

উত্তর: ৪


৫.স্পিরুলিনা কি?

উত্তর: শৈবাল


৬.ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের?

উত্তর: বাংলাদেশের


৭.পরিবহন টিস্যু নেই কোনটির?

উত্তর: ছত্রাক


৮.মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?

উত্তর: ১২


৯.পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?

উত্তর: HCl


১০.পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?

উত্তর: যকৃতে


১১.শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?

উত্তর: মুখে


১২.চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে

উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি


১৩.সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?

উত্তর: ক্লোরোপ্লাস্ট


১৪.ভাইরাস অর্থ কী?

উত্তর: বিষ


১৫.অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?

উত্তর: ব্যাকটেরিয়া


১৬.জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?

উত্তর: মেন্ডেল


১৭.সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে ?

উত্তর: ক্লোরোপ্লাস্ট


১৮.জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?

উত্তর: হলুদ


১৯.উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?

উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে


২০.কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াস


২১.সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?

উত্তর: সাইটোপ্লাজম


২২.পাতার সাহায্যে প্রজনন হয় ?

উত্তর: পাথরকুচি

২৩.বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?

উত্তর: শিম


২৪.পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?

উত্তর: K


২৫. দস্তা সারের মূল উপাদান কি?

উত্তর: ZnSO4



২৬. ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে?

উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ।


২৭. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?

উত্তর: সি


২৮. ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর: A


২৯. প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?

উত্তর: ডাল


৩০. আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত?

উত্তর: ২৮


৩১. আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?

উত্তর: ১৫


৩২. মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?

উত্তর: ফ্রুক্টোজ


৩৩. অ্যাক্সন কোথায় থাকে?

উত্তর: গুরুমস্তিস্কে


৩৪. Ca2+ কিসের ফ্যাক্টর?

উত্তর: রক্তের


৩৫. হিমোগ্লোবিন কোথায় থাকে?

উত্তর: রক্তরসে


৩৬. হাইপোগাইনাস ফুল নয় কোনটি?

উত্তর: লাউ


৩৭. ফল বীজকে কি করে?

উত্তর: সুরক্ষিত করে


৩৮. গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তর: কিউলেক্স মশা




আমাদের পোষ্টগুলা থেকে আপনারা কিছু শিখতে পারলে অবশ্যই পোস্টগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরো এরকম বিভিন্ন প্রশ্নত্তর, অংকের শর্টকাট , বিভিন্ন রকম এসএমএস, কবিতা, রচনা, ইত্যাদি বিষয় সম্পর্কে পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Post a Comment