এ ব্যাপারে, একাল সেকাল বলে কিছুই নেই। সকল যুগেই, মেয়েরা শুধুমাত্র একটি ধরনের জীবনসঙ্গী পছন্দ করে। মজার ব্যাপার, সেই ধরনটা যে কি, সেটা মেয়েরাও বুঝিয়ে বলতে পারে না। ভয় পাবেন না, বিষয়টা মোটেই কঠিন নয়।
এ বিষয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করলে, তারা অনেক ধরনের আদর্শ কথাবার্তা বলে। যেমন, তামি তাকে সৎ ও সত্যবাদী চাই, তার রসবোধ থাকতে হবে, যত্নশীল হতে হবে, যার কাছে মনের কথা খুলে বলতে পারবে, ঘুরতে নিয়ে যাবে ……… ইত্যাদি, ইত্যাদি।
এগুলো সবই ফালতু কথা। মেয়েরা এগুলোর কোনটাই চায় না। আসলে কি চায়, সেটা গুছিয়ে বলতে পারে না। এজন্যই ওসব আদর্শ কথাগুলো মুখস্ত বলে।
মেয়েরা শুধু একটা জিনিস চায় - নিজের জীবনসঙ্গীকে নিয়ে গর্ব করতে চায়।
এমন কোন পুরুষকে জীবনসঙ্গী চায়, যাকে নিয়ে গর্ব করে বলতে পারবে - আমার জীবনসঙ্গী অমুক।
প্রাচীন কালে, যখন ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করতো, তখন বীরপুরুষ কে নিয়ে গর্ব করা যেতো। তাই, যেই যুগের মেয়েরা বীরপুরুষ পছন্দ করতো।
মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হলো। তখন জ্ঞানী নিয়ে গর্ব করা যেতো। সেই যুগে মেয়েরা জ্ঞানী পছন্দ করতো।
এই যুগে টাকা আর ক্ষমতা নিয়ে গর্ব করা যায়। তাই মেয়েরা টাকাওয়ালা ও ক্ষমতাবান ছেলে পছন্দ করে।
বিষয়টি ভুল বুঝবেন না। মেয়েরা লোভী নয়। তারা জীবনসঙ্গীকে নিয়ে গর্ব করতে চায়। যাকে নিয়ে গর্ব করা যায়, তার দিকে ঝুকে পড়ে।
পুরুষের জন্য করনীয় - শুধুমাত্র একটি কাজ করুন। এমন কিছু করুন, যাতে আপনাকে নিয়ে গর্ব করা যায়। মেয়েরা এমনিতেই আপনাকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করবে। সততা, যত্নশীলতা, রসবোধ, ইত্যাদি ছোটখাটো গুন এমনিতেই ঠিক হয়ে যাবে। এমন কিছু করুন, যাতে আপনাকে নিয়ে গর্ব করা যায়।