আসলামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পোস্টে আমরা আপনাদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তর শেয়ার করলাম যে প্রশ্ন গুলো বিসিএস পরীক্ষা, ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউ ছাড়াও সকল পরীক্ষায় এই প্রশ্নগুলা আসতে পারে। এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরগুলো সকল ছাত্র-ছাত্রীদের জানা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসতে পারে। বিজ্ঞান এবং প্রযুক্তি এমন একটি বিষয় যা সম্পর্কে আমাদের সবারই কম বেশি হলেও একটু জ্ঞান অর্জন করা দরকার কারণ বিজ্ঞান এবং প্রজুক্তির সাথে আমাদের জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। বিসিএস এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আর যেসকল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আপনাদের মাঝে পার্ট টু পার্ট শেয়ার করব। আশা করি আজকের প্রশ্ন উত্তর গুলো আপনাদের কাছে ভালো লাগবে,,,,,,
3.পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তর:আলেকজান্ডার ফ্লেমিং
4.পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
উত্তর:সুইফট বার্ড
5.পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উত্তর:উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
6.নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর:নারীর
7.নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর:১৯৫৮ সালে
8.নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তর:চ্যোডইউক
9.দুধের প্রোটিনের নাম কী ?
উত্তর:কেজিন
10.জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?
উত্তর:ফরমালিন
11.দই কি ?
উত্তর:দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
12.চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তর:থিন
13.জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তর:এরিস্টটল
14.জীনের রাসায়নিক গঠন কী ?
উত্তর:ডি এন এ
15.কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর:ইন্টারফেরণ প্রয়োগ
16.কোন উদ্ভিদ আমিষ?
উত্তর:ডাল
17.কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর:বেটসন ( ১৯০৮ সালে)
18.প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তর:৯২ টি
19.প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তর:৭২ বার
20.কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তর:বালি
21.প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তর:উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
22.প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উত্তর:রাদারফোর্ড
23.প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তর:মাইটোকন্ড্রিয়া
24.প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তর:মিথেন
25.প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তর:ভিটামিন-ই
26.প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
উত্তর:দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
27.ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তর:মাছ
28.ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:৯৮.৪ ডিগ্রী
29.বংশ গতিবিদ্যার জনক কে ?
উত্তর:মেন্ডেল
30.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর:কঠিন মাধ্যমে
আমাদের পোষ্টগুলা থেকে আপনারা কিছু শিখতে পারলে অবশ্যই পোস্টগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরো এরকম বিভিন্ন প্রশ্নত্তর, অংকের শর্টকাট , বিভিন্ন রকম এসএমএস, কবিতা, রচনা, ইত্যাদি বিষয় সম্পর্কে পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।